Welcome to PACK & SHIFT, We’re a Domestic and International Packers & Movers Provider. Supported related home office relocate any time any where.
We provide quality packing and moving service provider. Residential,Commercial,Internal Move, Events Exhibitions, Dismantle-Assemble Furniture, Packing-Unpacking.
House office move? All kinds of support related house office relocate any time any where. Also furniture open old address and fitting at new address.
কাজের জন্য অন্য শহরে বদলি, কখনও বা সম্পূর্ণ অন্য চাকরি নিয়ে অন্য শহরে চলে যেতে হয়, কখনও বা সঙ্গীর চাকরির জন্য আপনাকেও বাসা বদলাতে হয় শহর। এই ধরনের পরিস্থিতির মধ্যে প্রায় সকলকেই অল্পবিস্তর যেতে হয়। কী হবে নতুন শহরে, কেমন ভাবে মানিয়ে নেবেন তা ভেবে ঘাবড়ে যান অনেকেই। অনেক আবার নতুন শহরে বিশাল স্বপ্ন নিয়ে কিছুটা হতাশ হন। কেউ কেউ নিজের শহরের সঙ্গে তুলনা করতে থাকেন সব কিছু নিয়েই। জেনে নিন নতুন শহরে যাওয়া্র আগে কোন ১০ দিক মাথায় রাখবেন।
১.সিদ্ধান্ত: অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত আপনি কেন নিচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত থাকুন। নতুন সংস্থা, চাকরি বদলি নাকি সঙ্গীর জন্য শহর পরিবর্তন করছেন।যে কারণেই করুন না কেন সে ব্যাপারে যেন যথেষ্ট আত্মবিশ্বাস থাকে আপনার। কোনও কারণে বাধ্য হয়ে করছেন না তো?
২.প্রত্যাশা: নতুন শহরে যাওয়ার সময় অনেক প্রত্যাশা নিয়ে যান। কিন্তু নতুন শহর, নতুন চাকরি আপনি প্রত্যাশা মতো নাও হতে পারে। আপনি এতদিন যে শহরে, যে পরিবেশে যেমন ভাবে ছিলেন তার থেকে সব কিছুই আলাদা হবে। তাই নিজের প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন।
৩.বন্ধু ও পরিবার: নিজের শহর, পরিবার, বন্ধু, চেনা-পরিচিত ছেড়ে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কিন্তু যদি কেরিয়ারের জন্য যেতেই হয় তাহলে নিজেকে তৈরি করুন।যদি আপনি সব কিছুতেই বন্ধু, পরিবরারে ওপর নির্ভরশীল থেকে থাকেন তাহলে নিজের নিজেকে একা থাকার জন্য দায়িত্ববান করে তুলুন।
৪.শিফট করার খরচ: এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কিন্তু বেশ বড় খরচ রয়েছে। জিনিসপত্র প্যাকিং করে পাঠানো, নতুন শহরে বাড়ি ভাড়া নেওয়া এগুলো কিন্তু আপনাকে শিফট করার আগেই করতে হবেন।
৫.খরচ: নতুন শহরে থাকা, খাওয়ার খরচ সম্পর্কে সচেতন হন। প্রত্যেক শহরের কস্ট অফ লিভিং আলাদা হয়। সব কিছু নিজের শহরের সঙ্গে তুলনা করতে যাবেন না। সেই শহরের জীবন যাপন মাথায় রেখে, আপনার আয় অনুযায়ী খরচের হিসেব ছকে নিন।
৬.থাকার জায়গা: নতুন শহরে ঠিক কোন এলাকায় থাকবেন সেটা সম্পর্কে আগে থেকে ধারণা থাকা প্রয়োজন। নাহলে গিয়ে আতান্তরে পড়তে পারেন। তাই আগে থেকে খোঁজখবর নিয়ে দেখে নিন কোন এলাকায় থাকলে তা সস্তাও হবে, আবার অফিস থেকে বেশি দূরেও নয়
৭.নতুন চাকরি: শুধু নতুন শহর নিয়ে ভাবলেই চলবে না। নতুন সংস্থা নিয়েও ভাবুন।যদি সম্পূর্ণ নতুন সংস্থায় চাকরি নিয়ে যান তাহলে সেই সংস্থার কাজের ধরণ, পরিবেশ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করুন। একই সংস্থায় বদলি হলেও কিন্তু জানবেন শহর অনুযায়ী কাজের পরিস্থিতি অনেকটাই আলাদা হয়।
৮.চাকরির বাজার: যদি সঙ্গীর চাকরির জন্য অন্য শহরে চাকরি না নিয়েই চলে যেতে হয় তাহলে সেই শহরের চাকরির বাজার, চাকরির সুযোগ সম্পর্কে পড়াশোনা করে নিন। যদি চাকরি নিয়েও যান তাহলেও অন্যন্যা সুযোগ সম্পর্কে জেনে নিন।
৯.ভাষা: দেশের অন্য কোনও শহরে গেলে ভাষার সমস্যা খুবই স্বাভাবিক। সকলে হিন্দি বা ইংরেজি জানবেনই সেটা আশা করাটা ভুল। তাই ভাষার সমস্যা মাথায় রাখুন। যে শহরে যাচ্ছেন সেই রাজ্যের ভাষা কিছুটা শিখে নেওয়ার চেষ্টা করুন যাতে গিয়ে কাজে চালিয়ে নিতে পারেন।
১০.সংস্কৃতি: নতুন শহরে গেলে খাওয়া-দাওয়া, আচার, রীতি সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সেটা মাথায় রাখুন।অনেক কিছুই আপনার সঙ্গে মিলবে না। সব কিছু নিয়ে খুঁতথুঁতে না হয়ে, তুলনা না করে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে তৈরি করুন।