দীর্ঘ প্রতিক্ষার পর আজ পহেলা সেপ্টেম্বর ২০২০ খুলে গেল মেঘ পাহাড়ের স্বর্গরাজ্য সাজেক ভ্যালির রুদ্ধদ্বার। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পর্য়টকদের সাজেকে থাকার সমস্ত ব্যবস্থা মেঘকাব্য হিলটপ কটেজ করে রেখেছে আগে থেকেই। আগ্রহী অতিথিগণ আজ থেকেই বুকিং করতে পারবেন। সরকারি বিধি মোতাবেক অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তায় কটেজ সেনিটারাইজেশনসহ সার্বিক ব্যবস্থা সুসম্পন্ন করা আছে।
প্রত্যেক অতিথিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। কটেজের বাইরে ঘুরাফেরার সময় স্থানীয় জনগণের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
আমরা আমাদের অতিথিদের স্বাস্থ্যসহ সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ সচেতন।
The Hotel Swiss Garden is four star category hotel of international standard with business travelers and leisure seekers in mind alike to reign supreme both in sophistication and quality services.